হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক ও এসআই শওকতকে প্রত্যাহার করা হয়েছে।
এক ব্যক্তিকে আটক করে টাকা আদায়ের অভিযোগ থাকায় তাদেরকে শনিবার প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ রয়েছে, গত ১৪ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থেকে এক ব্যক্তিকে আটক করে অর্থ আদায় করে ছেড়ে দেন ওসি মোজাম্মেল হক ও এসআই শওকত। এ ব্যাপারে সেই ব্যক্তি হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন।
Leave a Reply