বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন, শুধু বিএনপি নয়, এদেশের সাধারণ মানুষও সরকারের অনেক জুলুম নির্যাতন সহ্য করেছে। বেগম খালেদা জিয়া দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এরপরও বছরের পর বছর ধরে বন্দি। এখন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।
তিনি দাবি করেছেন, বিএনপির প্রতিটি গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। সরকার শত বাঁধা দিয়েও মানুষকে আটকে রাখতে পারছেনা। এর একটাই কারণ-দেশের মানুষ সরকারের জুলুম-অত্যাচার মানেনা। এর থেকে মুক্তি চায়। এই মুক্তি শুধু বিএনপির জন্য নয়-এই মুক্তি দেশের সাধারণ মানুষের জন্য। চলমান আন্দোলনে ৫ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ।
বুধবার সকালে সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে বৃহস্পতিবার সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে বিভাগীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত প্রস্তুতি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
বিএনপির যুগ্মমহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা সাখাওয়াত হাসান জীবনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, ড এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গৌছ, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা সভাপতি এম নাসের রহমান, সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, মিজানুর রহমান মিজান ও হাদিয়া চৌধুরী মুন্নী, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপি জনগণের দল বলেই জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জনতার ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগের সময় ফুরিয়ে এসেছে। এবার আর ‘স্বৈরাচারী’ সরকারের রেহাই নেই।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশবাসী আর এই ‘ফ্যাসিস্ট’ সরকারকে ক্ষমতায় দেখতে চায়না। সিলেটের গণসমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের মানুষ যে আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়না গণসমাবেশে এর প্রমাণ দেশবাসীকে দেখিয়ে দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে বিএনপির যুগ্মমহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পূণ্যভূমি সিলেট বিএনপির ঘাঁটি। এখান থেকেই সকল আন্দোলন সংগ্রামের সূচনা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply