নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন। বিশ্ববিদ্যালয় সমূহের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এতে সভাপতিত্ব করেন।
শাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে বিকেল ৩টায় শুরু হবে সমাবর্তন। এজন্যে পুরো ক্যাম্পাসকে সাজানো হয়েছে অপরূপ সাজে। গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সবাই উৎফুল্ল। দারুণ ব্যস্ততায় সবাই সময় পার করছেন। ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।
তৃতীয় সমাবর্তনে শাবিপ্রবির বিভিন্ন শিক্ষাবর্ষের সাড়ে ৬ হাজারের বেশি শিক্ষার্থী নাম নিবন্ধন করেছেন।
১৯৯৮ সালে শাবিপ্রবির প্রথম ও ২০০৭ সালে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়।
Leave a Reply