NATIONAL
President Md Sahabuddin urged the universities to formulate modern curriculum || রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়গুলোতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের জোর তাগিদ দিয়েছেন
সংবাদ সংক্ষেপ
মহানগর ডিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১ স্মার্ট সিলেট সিটি বিনির্মাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : আনোয়ারুজ্জামান ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের আনুষ্ঠানিক ভিত্তিমূল রচিত হয় : বিভাগীয় কমিশনার হাওরজুড়ে ধান আর ধান || বোরোর বাম্পার ফলন || শাল্লায় ফসল কাটা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা এম ইলিয়াস আলীর গুম দিবসে সিলেট জেলা বিএনপির কর্মসূচি বিশ্বনাথে সাবেক চেয়ারম্যানের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঙ মিস্ত্রির মৃত্যু চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন নীতিমালা মেনে চলতে চেম্বার সভাপতির আহবান শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৭ জন বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেলো সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র শাল্লায় মঙ্গল শোভাযাত্রা ও গানে গানে শুভ নববর্ষ উদযাপিত নতুন বাংলা বছরকে বরণ করতে প্রস্তুত জাতি || ঘরে ঘরে বরণডালা কথায় গানে ও নৃত্যে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানালো নাট্য পরিষদ নগরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র আনোয়ারুজ্জামান নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সিলেট মহানগর আওয়ামী লীগের বাংলা নববর্ষের শুভেচ্ছা বর্ষবরণ উপলক্ষে শিশু সংগঠন পাঠশালার বৈশাখী উৎসব আয়োজন

আজ মহান স্বাধীনতা দিবস || বাঙালি জাতির পরাধীনতার শেকল ভাঙার লড়াই শুরুর দিন

  • শনিবার, ২৫ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : বাঙালির ইতিহাস হাজার বছরের; কিন্তু একাত্তরের পূর্ব পর্যন্ত পুরো সময়টাই বলা যায়, এ জাতি ছিল পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। বিদেশী শাসক-শোষকদের দ্বারা হয়েছে শোষিত-বঞ্চিত-লাঞ্ছিত-নির্যাতিত-নিপীড়িত। তাই আরাধনা করছিল একজন মহামানবের জন্যে। যিনি আসবেন, হাঁক দেবেন ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে’।’ শোনাবেন শেকল ভাঙার গান ‘তোরা সব জয়ধ্বনি কর/ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়’। এলেন তিনি। তর্জনির ইশারায় জাগিয়ে তুললেন ক্লান্ত-অবসন্ন সাড়ে সাত কোটি মানুষকে। জানান দিলেন পশ্চিমা শাসক-শোষকদের ‘বাংলাদেশ… জ্বলে পুড়ে মরে ছারখার/তবু মাথা নোয়াবার নয়’।
আরাধ্য পুরুষের বজ্রকণ্ঠে জেগে উঠলো পদ্মা-মেঘনা-যমুনা-সুরমা-কর্ণফুলীর উত্তাল ঢেউ। স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হলো বাঙালি। শাসক-শোষকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে গেয়ে উঠলো স্বাধীনতার জয়গান :
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা।
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত স্লোগান-মুখর ঝাঁজালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।-শামসুর রাহমান
তাই
শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা
জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা-
কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনাল তাঁর অমর কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
সেই থেকে ‘স্বাধীনতা’ শব্দটি আমাদের।-নির্মলেন্দু গুণ
আর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় মহান মুক্তিযুদ্ধের শুভ সূচনার দিন। পরাধীনতার শেকল ভাঙার দিন।
১৯৭১ সালে এ দিনের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। সেই ঐতিহাসিক ঘোষণায় বলেন, ‘এটাই হয়ত আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের জনগণ, তোমরা যে যেখানেই আছ এবং যার যা কিছু আছে তাই নিয়ে শেষ পর্যন্ত দখলদার সৈন্য বাহিনীকে প্রতিরোধ করার জন্য আমি তোমাদের আহ্বান জানাচ্ছি। পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈনিকটিকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তোমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে।’
এরপর থেকেই একদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা অন্যদিকে স্বাধীনতার অগ্নিমন্ত্রে উজ্জীবিত সাড়ে সাতকোটি বাঙালির মরণপণ মুক্তিযুদ্ধ শুরু। রাতের আঁধারে ঢাকা থেকে পালিয়ে যাওয়া পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বর্বর সেনারা মেতে উঠে রক্তের নেশায়। পৈশাচিক উল্লাসে। তাদের এ দেশীয় দোসর দালাল-রাজাকার-আল বদর-আল শামসদের প্রত্যক্ষ মদদে ও সর্বাত্মক সহযোগিতায় বাংলাদেশকে পরিণত করে বিশাল এক বধ্যভূমিতে। নির্বিচারে হত্যা করে ত্রিশ লাখ নারী-পুরুষ-শিশুকে। হরণ করে দুলাখ মা-বোনের সম্ভ্রম। পুড়িয়ে ছারখার করে বাড়িঘর-কলকারখানা। ধ্বংস করে দেয় রাস্তাঘাট-সেতু। তবু মাথা নোয়ায়না বাঙালি জাতি-বাংলাদেশ। প্রতিরোধে-প্রতিশোধে গর্জে উঠে ছাত্র-যুবক ও কৃষক-শ্রমিক সহ এদেশের সর্বস্তরের মানুষ। একদিকে সর্বাধুনিক অস্ত্রশস্ত্র অন্যদিকে ‘যার যা আছে তাই’ আর দেশপ্রেম নামের অব্যর্থ হাতিয়ার। অসম যুদ্ধ; কিন্তু প্রিয় জন্মভূমির জন্যে ভালবাসার কাছে হার মানতে বাধ্য হয় সকল মারণাস্ত্র। শেষপর্যন্ত মুক্তিবাহিনী আর মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে ৯৩ হাজার পাকিস্তানি সেনা। একাত্তরের ষোলই ডিসেম্বর বিশ্বমানচিত্রে সগৌরবে জায়গা করে নেয় বিশ্বের প্রথম ভাষাভিত্তিক রাষ্ট্র বাংলাদেশ। উড়ে লালসবুজের পতাকা। প্রদৃপ্ত কণ্ঠে উচ্চারিত হতে থাকে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।’ এই ভালবাসার গভীরতা আজও কেউ ভেদ করতে পারেনি।
প্রতিবছর স্বাধীনতা দিবস বাংলাদেশের প্রতি বাঙালির ভালবাসাকে আরও শাণিত করে। অভীষ্ট লক্ষ্য অর্জনে প্রেরণা যোগায়। সকল চক্রান্ত-ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্নভিন্ন করে লাখো শহীদের প্রত্যাশিত-বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠায় নতুন করে উজ্জীবিত করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

সংবাদ অনুসন্ধান

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest