নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস। বর্ষপরিক্রমায় আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল এ দিনটি আসে নতুন করে একাত্তরকে জাগিয়ে দিতে। আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ‘দামি কিনেছি বাংলা-কারো দানে পাওয়া নয়’। আমরা উজ্জীবিত হই-উদ্দীপ্ত হই। বাঙালিত্বকে-অসাম্প্রদায়িক চেতনাকে শাণিত করি।
প্রতিটি স্বাধীনতা দিবসে জাতি পরম শ্রদ্ধায় স্মরণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধায় নত হয় সেই বীরসন্তানদের স্মৃতির প্রতি যারা প্রিয় স্বদেশের স্বাধীনতার জন্যে অকাতরে জীবন উৎসর্গ করেছেন। একই সাথে শ্রদ্ধা জানায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে সম্ভ্রমহারা দুই লাখ মা-বোনকে। কৃতজ্ঞতা জানায় জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। এই আত্মদান, ত্যাগ ও বীরত্বগাথা পৃথিবীর ইতিহাসে অতুলনীয় হয়ে আছে।
জাতি প্রতিবছর বিপুল আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করে; কিন্তু ভয়ঙ্কর ‘করোনা ভাইরাস’ সংক্রমণ আতঙ্কে এবার কোন আনুষ্ঠানিক আয়োজন নেই। তবে হৃদয়ের উষ্ণতায় দিনটি ঠিকই পূর্ণ মর্যাদায় উদযাপিত হবে।
Leave a Reply