নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার দেশে প্রথম জেলা পরিষদ নির্বাচন। এতে ভোট দেবেন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের চেয়ারম্যান, মেম্বার, মেয়র ও কাইন্সিলররা। এর মধ্য দিয়ে স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ স্তরটি প্রথমব বারের মতো নির্বাচিত পরিষদ পাবে।
সিলেট বিভাগের চার জেলায়ও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে হবিগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ডা মুশফিক হোসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে এই পদে ভোটগ্রহণ হবেনা।
এছাড়া ব্যালট পেপারে একজনের প্রতীক ছাপা না হওয়ায় সিলেটের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
সিলেট বিভাগের জেলাগুলোর মধ্যে সিলেটে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৯৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৮ জন, সুুনামগঞ্জে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৭২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০ জন, মৌলভীবাজারে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৮৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২১ জন এবং হবিগঞ্জে সাধারণ সদস্য পদে ৮৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে সুনামগঞ্জে আওয়ামী লীগের একজন ও মৌলভীবাজারে আওয়ামী লীগের দুইজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ করা হবে।
Leave a Reply