সাংস্কৃতিক প্রতিবেদক : আজ বুধবার, ১১ জ্যৈষ্ঠ ‘ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ’ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী। সারা দেশে দিনটি সরকারি-বেসরকারি উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হবে।
এ উপলক্ষে সিলেটে নজরুল পরিষদের কর্মসূচিতে রয়েছে, সকাল সাড়ে ৮টায় কবির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তপ্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা শিল্পকলা একাডেমির কর্মসূচি বিকেল ৪টায় নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ শিশু একাডেমি জেলা শাখা বিকেল সাড়ে ৪টায় কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বাংলাদেশ বেতার সিলেট বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।
Leave a Reply