নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার, তেসরা নভেম্বর জেলহত্যা দিবস-বাঙালির হাজার বছরের ইতিহাসের আরেকটি কলঙ্কিত দেন। ১৯৭৫ সালের এ দিন রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।
পঁচাত্তরের পনেরো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার ঘনিষ্ঠ সহকর্মী ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ কামরুজ্জামানকে একই খুনি চক্র কারাগারে ঢুকে হত্যা করে।
প্রতিবছর দিনটি নানা কর্মসূচিতে পালিত হয়ে থাকে।