নিজস্ব প্রতিবেদক : ‘…শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা,
জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দোয়ার খোলা।
কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি
শোনালেন তাঁর অমর কবিতাখানি
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
রাজনীতির এই বিশ্বসেরা কবিতায় ইতিহাস হলো উত্তাল মার্চের সপ্তম দিন-ক্ষণ। পেলো ঐতিহাসিক খ্যাতি। হয়ে উঠলো সাড়ে সাতকোটি বাঙালির পরাধীনতার শৃঙ্খল ভাঙার প্রদীপ্ত উচ্চারণ। ‘যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা’য় অমিত তেজ। ‘মৃত্যুর সাথে কোলাকুলি আর শত্রুর সাথে পাঞ্জা’ লড়ার প্রাণশক্তি। আজও অন্তঃহীন প্রেরণা ত্রিশলাখ শহীদের প্রত্যাশার-বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠার।
সাতই মার্চ বারবার আসে। আসবে অনন্তকাল ধরে। আসবে জয়বাংলা স্লোগানে গর্জে উঠা রমনা রেসকোর্সের জনসমুদ্র হয়ে। আসরে সেই প্রকম্পিত তর্জনী হয়ে, যে তর্জনী আজও পথ দেখায়, যেমনি দেখিয়েছিল বায়ান্নতে, চুয়ান্নতে, বাষষ্টিতে, ছেষষ্টিতে, ঊনসত্তরে, সত্তরে আর একাত্তরে।
আজ মঙ্গলবার সেই সাতই মার্চ। ঐতিহাসিক এ দিনটি এবারও সারাদেশে বিপুল উসাহ-উদ্দীপনা আর স্মার্ট বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়ে উদযাপিত হবে।
সিলেট সেনানিবাস এবং জালালাবাদ সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সাতই মার্চ উদযাপন করা হবে।
সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে রয়েছে সকাল ১১টায় জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ ভবনে আলোচনা সভা।
মহানগর আওয়ামী লীগের কর্মসূচি হলো সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বিকেল ৩টায় তালতলায় গুলশান সেন্টারে আলোচনা সভা।
Leave a Reply