সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, বিটিভির সিলেট প্রতিনিধি ও উত্তরপূর্বর প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি-সনাক সিলেট শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় জেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটি তাকে সংবর্ধনা জ্ঞাপন করেছে।
শনিবার দুপুরে মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনার জবাবে প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা কামনা করেন।
এসময় জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ আজিজ আহমদ সেলিমকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাব সহ সভাপতি শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, কোষাধ্যক্ষ নিউ এইজ পত্রিকার ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির, ক্রীড়া-সংস্কৃতি সম্পাদক শুভ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্না, প্রচার-প্রকাশনা সম্পাদক সিলেটের দিনরাতের প্রধান প্রতিবেদক সৈয়দ রাসেল, দফতর সম্পাদক শুভ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মিসবাহ উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য উত্তরপূর্ব নিজস্ব প্রতিবেদক তুহিনুল হক তুহিন, নিবাহী সদস্য আমাদের অর্থনীতির প্রতিনিধি ইমরান আহমদ এবং নির্বাহী সদস্য দৈনিক শ্যামল সিলেটের নিজস্ব প্রতিবেদক রজত চক্রবর্তী।
এর আগে জেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ফ্যামিলি ডে উদযাপন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply