নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডনের সহযোগিতায় ও নিউজ ব্রডকাস্টার এ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ-এনবিএর উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়ায় দারুচ্ছুন্না হাফিজিয়িা আলিম মাদরাসায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী এ ক্যাম্পে কয়েকহাজার মানুষকে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসাসেবা দেওয়া হয়।
এই মানবিক কর্মসূচি উদ্বোধন করেন, দেশের খ্যাতনামা লিভার বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলোজি বিভাগের বিভাগীয় প্রধান ও জালালাবাদ লিভার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা মামুন আল মাহতাব স্বপ্নীল। এ সময় আরও উপস্থিত ছিলেন, এনবিএ সভাপতি মুমতাহিনা রিতু, জালালাবাদ লিভার ট্রাস্টের ট্রাস্টি ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো মশিউর রহমান প্রমুখ।
ডা মামুন আল মাহতাব স্বপ্নীল মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা দেওয়া ছাড়াও জালালাবাদ লিভার ট্রাস্টের পক্ষ থেকে বেশকিছু ঔষধ প্রদান করেন।
Leave a Reply