হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে বজ্রপাতে তিন জন মারা গেছেন। আহত হয়েছেন ৩ জন। শনিবার এই বজ্রপাতের ঘটনা ঘটে।
সকালে আজমিরীগঞ্জ উপজেলার রনিয়া গ্রামে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গেলে বজ্রপাতে প্রাণ হারান গ্রামের মালিক মিয়ার ছেলে মারফত আলী (১৭) ও আবেদ আলীর ছেলে রবিন (১৬)। এসময় আহত তাদের তিন সঙ্গীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে ছেলের খুঁজে মাঠে দিয়ে বজ্রপাতে আছকির মিয়া (৬০) নামেহ এক ব্যক্তির মৃত্যু হয়।
এনিয়ে গত দুইদিনে হবিগঞ্জে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হলো।
সুনামগঞ্জ প্রতিনিধি : সকালে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মঞ্জু মিয়া (২২) নামের একজন মারা যান। তিনি শলপ গ্রামের ফুলচাঁন মিয়ার ছেলে। এছাড়া সাব্বির মিয়া নামের আরেক যুবক আহত হন।
Leave a Reply