হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার সংস্কার ও সৌন্দর্যবর্ধণ কাজ করা হয়েছে।
বুধবার সকালে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা প্রধান অতিথি হিসেবে এই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য নজমুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সুশেনজিৎ চৌধুরী, আব্দুল কদ্দুস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক ও এসআই মুফিদুল ইসলাম।
পরে প্রধান অতিথি গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এরপর তিনি জলসুখা বাজারে জলসুখায় দাঙ্গা, মাদক, জঙ্গি, বাল্যবিয়ে, ইভটিজিং ও নারী নির্যাতন বিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় যোগ দেন।
Leave a Reply