হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের শূন্য পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী সহ ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়ার বড় ছেলে আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসবাহ উদ্দিন ভূঁইয়া, বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল, স্বতন্ত্র মরহুম আতর আলী মিয়ার ছোট ছেলে আলাউদ্দিন মিয়া ও ভাতিজা স্বাধীন মিয়া।
রবিবার সকালে জেলা নির্বাচন অফিসে আওয়ামী লীগ প্রার্থী মিসবাহ উদ্দিন ভূঁইয়ার পক্ষে তার এক আত্মীয় রিটার্নিং অফিসার নাজিম উদ্দিনের কাছে এবং বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল, স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন মিয়া ও স্বাধীন মিয়া সহকারী রিটার্নিং অফিসার মোরশেদ আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন। ২৬ জুন মনোনয়নপত্র বাছাই ও ৩ জুলাই মনোনয়নপত্র প্রত্যহারের শেষ তারিখ।
এ বছর ৩০ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়া ইন্তেকাল করেন।
Leave a Reply