হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে বাছির মিয়া চৌধুরী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড হয়েছে।
দণ্ডিতরা হলেন, একই গ্রামের সাকিউর চৌধুরী ও গাজিউর চৌধুরী। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা বুধবার দুপুরে মামলায় রায় ঘোষণা করেন।
২০১৩ সালের ৯ জুন রাত ১০টায় আসামিরা মোবাইল ফোনে প্রতিবেশী বাছির মিয়া চৌধুরীকে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ২৪ জুন তার বড়ভাই যীশু মিয়া চৌধুরী বাদি হয়ে ১২ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ঐ দিনই আসামি সাকিউর চৌধুরীকে পুলিশ গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে নাইয়ারখাড়া বিলের পাশে একটি জমিতে মাটি চাপা দেয়া অবস্থায় বাছির মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply