হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ করা হয়েছে।
সোমবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়বুর রহমান খান বাচ্চু ও দাস পার্টির সেকেন্ড ইন কমান্ড ইলিয়াছ চৌধুরীসহ ৫ মুক্তিযোদ্ধা এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান খান বাচ্চু জানান, মুক্তিযোদ্ধারা ২৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিসবাহ উদ্দিন ভূঁইয়া, তার ভাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল হক ভূঁইয়া, আলী রেজা ও সিদ্দিক আলীর বিরুদ্ধে একাত্তরে হত্যা, লুন্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ করেন। এরপর থেকেই নিজেকে বাঁচাতে মিসবাহ উদ্দিন ভূঁইয়া মুক্তিযোদ্ধাদের সম্পর্কে মিথ্যাচার শুরু করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৭০ সালে জাতীয় নির্বাচনের প্রচার অভিযানকালে বঙ্গবন্ধু আজমিরীগঞ্জে এসেছিলেন; কিন্তু সেদিন মিসবাহ উদ্দিন ভূঁইয়া ও নূরুল হক ভূঁইয়া বঙ্গবন্ধুর লঞ্চ ঘাটে ভিড়াতে বাধা দেন। তাই বঙ্গবন্ধু লঞ্চে থেকেই ভাষণ দেন।
মিসবাহ উদ্দিন ভূঁইয়া, নূরুল হক ভূঁইয়া, আলী রেজা ও সিদ্দিক আলীর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধে বিরোধিতা, পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা ও লুটপাট সহ নানা অভিযোগ রয়েছে।
শান্তি কমিটির সদস্য মিসবাহ উদ্দিন ভূঁইয়া ও নূরুল হক ভূঁইয়াকে গ্রেফতার ও তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মুক্তিযোদ্ধারা দাবি জানান।
Leave a Reply