হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
প্রকল্পগুলোর মধ্যে ছিল, ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও ১টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। এছাড়াও ১টি রাস্তা ও আরেকটি খালে রেগুলেটরসহ বেড়িবাঁধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে সোমবার দিনব্যাপী এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এ সময় উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, উপজেলা প্রকৌশলী আহমেদ তানজির উল্লাহ সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, জেলা পরিষদ সদস্য নজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী, যুবলীগের আহ্বায়ক বাবলু রায় ও উপ সহকারী প্রকৌশলী মোছাদেকুল ইসলাম।
সাংসদ আব্দুল মজিদ খান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতার এলেই দেশের উন্নয়ন হয়। তাই সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলা করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে।
Leave a Reply