হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পূর্বকালনী গ্রামে ১৪৪ ধারা ভঙ্গ করে ভূমি দখলের পায়তারা চলছে। এনিয়ে দুই পক্ষের মধ্যে বিরাজ করছে চরম বিরোধ। মামলা-মোকদ্দমাও চলছে।
উপজেলার পূর্বকালনী মৌজার ২৯ শতক ভূমির ক্রয়সূত্রে মালিক প্রিয়তোষ চন্দ্র সরকাররা। তারা ৪০ বছর যাবত এই ভূমিতে রবিশষ্য চাষ করছেন। এছাড়া বৈশাখ মাসে ধানের খলা হিসেবেও ব্যবহার করছেন ভূমিটিুকু; কিন্তু বছর খানেক আগে কয়েকব্যক্তি সেখানে পূর্বকালনী দোলন ক্লাব নামের একটি সংগঠনের সাইনবোর্ড লাগিয়ে ভূমিটি দখল করতে যায়। এতে সফল না হয়ে সাইনেবোর্ড টাঙ্গায় শ্রী শ্রী বিষ্ণু মন্দিরের নাম দিয়ে। এ নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করেন প্রিয়তোষ চন্দ্র সরকার। এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সেজন্য গত ১৫ জানুয়ারি ১৪৪ ধারা জারি করা হয়।
কিন্তু ১৪৪ ধারা ভঙ্গ করে শনিবার ভোরে দখলে উদ্ধত পক্ষ উল্লেখিত ভূমিতে স্থাপনা নির্মাণ করতে চাইলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো সেলিম জানান, যারা শান্তিশৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply