হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জের সৌলরী মাদারাসা ও এতিমখানার ছাত্রদের মধ্যে ৩শ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পুলিশের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ করেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, আজমিরীগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন তরফদার, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, এস এম সুরুজ আলী, স্বপন বণিক, মিল্লাদ মাহমুদ, প্রধান শিক্ষক মোজাক্কির হোসাইন ও মাদরাসার সুপার আলাউদ্দিন কাঞ্চনপুরী।
পরে সৌলরী এসইএসডিপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইভটিজিং ও বাল্যবিয়ে সহ নানাধরনের অপরাধ রোধে আলোচনা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply