আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে সর্বাত্মক লকডাউন নিশ্চিত করতে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। প্রতিদিন উপজেলার বিভিন্ন বাজারের স্বাস্হ্যবিধি নিশ্চিত করতে অভিযান অব্যাহত রেখেছে।
এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে উপজেলা সদরের বাজার ও শিবপাশা বাজারে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান এবং সহকারী কমিশনার-ভূমি উত্তম কুমার দাশ।
এসময় স্বাস্হ্যবিধি ও সরকারি দিক-নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধমে দুই বাজারের ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড করা হয়।
আজমিরীগঞ্জ থানার এএসআই রেজার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে।
ইউএনও মতিউর রহমান খান জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply