হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হচ্ছে। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার সকাল থেকে উপজেলার পাহাড়পুর বসন্ত কুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ১৫ কিলোমিটার দূরে আজমিরীগঞ্জ উপজেলা সদরে এসে টিকা গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়। এর পরিপেক্ষিতে শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা উপজেলা সদরে এসে জড়ো হন। এক পর্যায়ে প্রায় ৬শ শিক্ষার্থীর মধ্যে কে আগে টিকা নেবে, এ নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে শিক্ষকদেরকে হিমসিম খেতে হয়।
বসন্ত কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল রঞ্জন দাস জানান, নিজ নিজ বিদ্যালয়ে টিকা গ্রহণের সুযোগ দেওয়া হলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা সুন্দর ও সুষ্ঠু পরিবেশে টিকা নিতে পারতো।
Leave a Reply