হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই পক্ষের সংঘর্ষে উপজেলা যুবলীগ নেতা আল আমিনের মৃত্যুর ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে আল আমিনের ছোট আলাউদ্দিন বাদি হয়ে এ মামলায় দায়ের করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়া ও তার বড়ভাই জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাকাইলছেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল হক ভূঁইয়া সহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নূরুল হক ভূঁইয়া ও মিসবাহ উদ্দিন ভূঁইয়া সহ ১১ জনকে আটক করা হয়েছে।
এ দিকে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে আল আমিনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
Leave a Reply