আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুর রহমানের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার রসুলপুর গ্রামে মরহুমের নিজের বাড়িতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ দেশমাতৃকার এই বীর সন্তানের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানায়।
শুক্রবার বাদ জুম্মা কিশোরগঞ্জ জেলা শহরে নিজ বাসায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
মরহুমের নামাজে জানাজায় অংশ নেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
Leave a Reply