আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও বাজারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত ১৪ হাজার টাকা অর্থদণ্ড করেছে।
একই সময় অভিযান চালিয়ে চৌধুরীবাজারে নির্মিত মাল্টিপারপাস সেড দখলমুক্ত করা হয়।
সহকারী কমিশনার-ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস মঙ্গলবার বিকেলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করনে।
শিশু খাদ্যসহ অন্যান্য মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো আল আমিনকে ৩ হাজার টাকা, মো শাহজাহান মিয়াকে ৫ হাজার টাকা, মুকুল রায়কে ২ হাজার টাকা, সুবল তালুকদারকে ২ হাজার টাকা ও পলাশ দাসকে ২ হাজার টাকা জরিমানা করেন।
আজমিরীগঞ্জ থানার এসআই বিদ্যুৎ দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে দায়িত্ব পালন করে।
এছাড়া অভিযানকালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্মিত হওয়ার পর বেদখল হয়ে যাওয়া চৌধুরীবাজারের মাল্টিপারপাস সেডটি দখলমুক্ত করা হয়।
Leave a Reply