আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভিজিডি কর্মসূচির চাল বস্তা পরিবর্তন করে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টার অপরাধে একজনের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হাতেনাতে গ্রেফতারকৃত জাবের মিয়াকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মতিউর রহমান খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার শিবপাশা গ্রামের অতু মিয়ার ছেলে।
জাবের মিয়াকে গ্রেফতারের সময় ৫০ কেজি ওজনের ৬২ বস্তা চালও জব্দ করা হয়। জব্দকৃত চালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ার ও এসআই শওকতের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
Leave a Reply