আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীরা ভাতা না পাওয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার জানান, ইউনিয়নের ১১১ জন ভাতাভোগীকে কার্ড দেওয়ার জন্য ১ হাজার টাকা করে নেওয়া হয়েছে। প্রত্যেকে ৬ হাজার টাকা করে ভাতা পাওয়া কথা; কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান কার্ড আটকে রেখেছেন।
এখবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ভাতা দেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।
Leave a Reply