আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা সদরের মধ্যেবাজারে একটি বাসায় অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজ্জাক মিয়ার বাসায় আগুন লাগে। প্রথমে আশেপাশের সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকেন। তবে খবর পেয়ে বানিয়াচং থেকে ফায়ার সার্ভিসের একটি দল শেখ সৈয়দ আহাম্মেদের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং ফায়ার সার্ভিস ইনচার্জ শেখ সৈয়দ আহম্মেদ জানান, প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নূরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply