আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির আজমিরীগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার তিনি কাটাখালি, নিকলীর ঢালা ও ঝিলোয়া সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ৷
পাহাড়পুরে নিকলীর ঢালা পরিদর্শনকালে নির্বাহী প্রকৌশলী এলাকাবাসীর মতামত গ্রহণ করেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী তানজির উল্যা সিদ্দিকী, উপ সহকারী প্রকৌশলী মোসাদ্দেকুল ইসলাম ও বদলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী।
পরিদর্শন শেষে নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির জানান, পানি পুরোপুরি নেমে গেলেই যত দ্রুত সম্ভব রাস্তা মেরামতের কাজ শুরু করা হবে।
Leave a Reply