হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জেে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের তদন্তের সময় শিক্ষকদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষকদের একটি অংশ শিক্ষা কর্মকর্তার বদলি দাবি বলে স্লোগান দিতে থাকে।
গত ১ এপ্রিল উপজেলার ১০২ জন প্রাথমিক শিক্ষকের পক্ষে মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিউটন চক্রবর্তী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলমের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর বেশকিছু অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমেদ চৌধুরী আজমিরীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে তদন্তে এসে সাক্ষ্য গ্রহণকালে শিক্ষকদের দুই পক্ষের দুই শতাধিক শিক্ষক প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পরে হাতাহাতিতে লিপ্ত হন।
হট্টগোল শুনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ইউএনও জানান, এ ঘটনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply