আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নৌ মাঝিদের মাঝে লাইফজ্যাকেট বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সদরের লঞ্চ ঘাটে ২০ জন নৌ মাঝির মধ্যে এই লাইফজ্যাকেট বিরতণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান।
এসময় তিনি নৌ পরিবহণে যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী রাখা এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহণ না করার জন্য নৌ মাঝিদের নির্দেশ দেন।
লাইফজ্যাকেট বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, লঞ্চঘাটের ইজাদার মোবাশ্বির মিয়া, সুপারভাইজার রাজিব মিয়া ও রাজু মিয়া।
Leave a Reply