হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রী রক্ষা পেয়েছে।
এলাকাবাসী জানান, শুক্রবার উপজেলার কাকাইলছেও ইউনিয়নের গরদাইর বাড়ি হাটি গ্রামের মুর্শেদ মিয়ার ১৮ বছর বয়সী ছেলে সৌলরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তারেক মিয়ার সাথে একই গ্রামের সগলু মিয়ার ১৬ বছর বয়সী মেয়ে একই শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম ছাত্রী নদী আক্তারের বিয়ের আয়োজন করা হয়; কিন্তু খবরটি পৌঁছে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খানের কাছে। তাই তিনি সকাল ১১টায় সরজমিনে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ অনুসারে নদী আক্তারের পিতা সগলু মিয়া ও তারেক মিয়ার পিতা মুর্শেদ মিয়াকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
এসময় ছেলে ও মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে উভয়ের নিকট থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান জানান, বাল্যবিয়ে রোধে উপজেলার সর্বত্র অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply