আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাধবপাশা গ্রামের নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ শাহ আসলম মিয়ার (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার জলসুখা ইউনিয়নের নয়াহাটি গ্রামের লোকজন কোদালিয়া নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে আজমিরীগঞ্জ থানায় খবর দেওয়া হলে ওসি মোশারফ হোসেন তরফদার সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শাহ আসলম মিয়ার স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন।
শনিবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, মাধবপাশা গ্রামের শাহ আসলম মিয়া ৫ মে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হন।
এ ব্যাপারে নিহতের বড়ভাই শাহ আলম মিয়া আজমিরীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
Leave a Reply