আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান আজমিরীগঞ্জে চলতি বোরো মৌসুমে হাওড়ে বোরোধান কাটা ও ভুমিহীন-গৃহহীনদের জন্যে গুচ্ছগ্রামের চলমান কাজ পরিদর্শন করেছেন।
সোমবার সকালে তিনি উপজেলার শিবপাশা হাওর ও সদর বাঁশমহাল হাওরে ধানকাটা পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক আবহাওয়ার কথা বিবেচনা করে ৮০ শতাংশ পেকে যাওয়া ধান আগামী ৩ দিনের ভিতর কেটে ফেলার পরামর্শ দেন।
তিনি আশ্বাস দেন, শ্রমিক সংকট হলে জেলা ও পুলিশ প্রশাসনসহ সবাই মিলে সহযোগিতা করা হবে।
এরপর জেলা প্রশাসক ইশরাত জাহান সদর ইউনিয়নের গুচ্ছগ্রামে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৩০টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো তমিজ উদ্দিন খান, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, সহকারী কমিশনার-ভূমি উত্তম কুমার দাশ, আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিব সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক ও সাধারণ সম্পাদক এবায়দুর রহমান রাসেল।
Leave a Reply