আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী সহ শতাধিক লোক আহত হয়েছে।
সোমবার বিকেলে আজমিরীগঞ্জ পৌর এলাকার আজিমনগর লম্বাহাটির নতুন বাড়ির সবুর মিয়ার ছেলে জহিরের সাথে পার্শ্ববর্তী মুন্সিহাটির হেলিম মিয়ার ছেলেতুষারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হয় হাতাহাতি। এর জের ধরে রাত ৮টার দিকে সবুর মিয়ার লোকজনের বাড়িতে হামলা চালায় হেলিম মিয়ার লোকজন। এতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উপজেলা হাসপাতাল ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply