আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে বহু অপকর্মের হোতা পুলিশের তালিকাভুক্ত ডাকাত আলী ইসলাম ও তার সহযোগী মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর তার দুই সহযোগী পালিয়ে যায়।
আলী ইসলাম নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাটের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। মোশাররফ হোসেনের বাড়ি কিশোরগঞ্জের মিটামইন উপজেলার খৈশর গ্রামে। তার বাবার নাম আসকর আলী।
পুলিশ জানায়, আলী ইসলাম ও তার সহযোগিরা কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌভাঙ্গা ইউনিয়নের কমলভোগ গ্রামের সাইফুল ইসলামের নিকট থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ৮৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় আজমিরীগঞ্জের নয়ানগর এলাকায় কৃষকরা আলী ইসলামকে আটক করেন। খবর পেয়ে থানার এসআই জয়ন্ত কুমার তালুকদার ঘটনাস্তলে গিয়ে তাকে থানায় নিয়ে আসেন।
অপরদিকে আলী ইসলামের ৩ সহযোগী নৌকা নিয়ে পালানোর সময় কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আওলাদ হোসেন ধাওয়া করে নৌকাসহ মোশাররফ হোসেনকে গ্রেফতার করেন।
আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার দুই ডাকাত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply