আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদ আজমিরীগঞ্জ উপজেলা হাসপাতাল, পৌরসভা ও ৫টি ইউনিয়ন পরিষদকে কারোনা সংক্রমণ রোধে সুরক্ষাসামগ্রী ও চিকিৎসাসেবায় অক্সিজেন সিলিন্ডার দিয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো আব্দুল মজিদ খান। সভাপতিত্ব করেন, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী। জেলা পরিষদ সদস্য নজমুল হাসানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মর্তুজা হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতান সালেহা সুমি, সহকারী কমিশনার-ভুমি মোহাম্মদ শফিকুল ইসলাম, থানার ওসি মো নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজবাহ উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব ও মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার।
এছাড়াও উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply