আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে ১১ জন আহত হয়েছেন ।
এর মধ্যে গুরুতর আহত অবস্হায় ২ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনার পরপর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জনতা গাড়ির চালক মোশারফ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সোমবার দুপুর দেড়টার দিকে বানিয়াচং থেকে ২০ জন যাত্রী নিয়ে নম্বর প্লেইটহীন চান্দের গাড়িটি আজমিরীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়; কিন্তু দুপুর আড়াইটার দিকে আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় পৌঁছলে ফাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।
আজমিরীগঞ্জ থানার ওসি-তদন্ত আবু হানিফ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply