হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে দুই শতাধিক কৃষিজীবী পরিবারের গরীব ও অসহায়দের ভাটি বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এসময় বিনামূল্যে ওষুধও দেয়া হয়।
সোমবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভাটি বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ শাহবাজ। বক্তৃতা করেন, সহ সভাপতি মশিউর রহমান বাবলু, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও কামাল হোসেন উজ্জ্বল।
হবিগঞ্জ চাঁদের হাসি হাসপাতালের ডা দেবাশীষ দাস, ডা হাবিবুর রহমান ও ডা ফাহিমাতুন-ঐশি চিকিৎসা সেবা প্রদান করেন।
Leave a Reply