হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে কৃষক গৌরব দাস হত্যা মামলায় ৪ জনের ফাঁসি ও ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ হয়েছে।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন।
ফাঁসির আদেশপ্রাপ্তরা হলো, উপজেলার ঝিলুয়া গ্রামের গৌর মোহন দাস, দিলীপ দাস, সমির দাস ও তপু দাস।
২০০১ সালের ১০ নভেম্বর মাছ ধরাকে কেন্দ্র করে আসামিরা একই গ্রামের কৃষক গৌরব দাসকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পরদিন গৌরব দাসের বড় ভাই গৌরাঙ্গ দাস বাদি হয়ে ৩৩ জনের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে ২০০২ সালের ২১ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বিচারক ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
Leave a Reply