আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের শাহ ওলিউল্লাহ এতিমখানার নিবাসীদেরকে ইফতারসামগ্রী দিয়েছেন।
সোমবার দুপুরে এই ইফতার সামগ্রী হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম, বানিয়াচং থানার ওসি এমরান হোসেন, শিবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সাবেক চেয়ারম্যান তফছির মিয়া ও আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্বপন বনিক।
পরে কাকাইলছেও চলরী হাফিজিয়া এতিমখানার নিবাসীদের জন্য ইফতারসামগ্রী পাঠানো হয়।
এ সময় পুলিশ সুপার বলেন, এতিমখানায় নিবাসীদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে শিক্ষার পাশাপাশি কর্মদক্ষ করে তোলার চেষ্টা করতে হবে, যেন বড় হয়ে শিক্ষা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে তারা স্বাবলম্বী হতে পারে।
Leave a Reply