হবিগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার অভিযোগে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কান্তি চক্রবর্তী সহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার উপজেলা বিচারিক হাকিম রাজিব আহমেদ তালুকদারের আদালতে মামলাটি দায়ের করেন উপজেলা যুবলীগ নেতা বিরাট গ্রামের জয়দ্বীপ রায় জনি। মামলার অপর আসামিরা হলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী ও এলজিইডির কর্মচারী সাকারিয়া মিয়া।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৩ জানুয়ারি উপজেলায় প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদ আব্দুল মজিদ খানের ছবি সহ একটি ব্যানার লাগাতে গেলে আসামিরা বাধা দেন।
আদালত মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে ৬ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
Leave a Reply