হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়া দাবি করেছেন, তিনি ও তার ভাই জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা নূরুল হক ভূঁইয়ার বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ সত্য নয়।
শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন।
মিজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, তারা দু’ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও তারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা এবং আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন।
তিনি বলেন, গত ২৩ আগস্ট আজমিরীগঞ্জ উপজেলার চার জন মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে যুদ্ধাপরাধের যে অভিযোগ করেছেন তার কোন ভিত্তি নেই। অভিযোগকারীদের মধ্যে আশরাফ উদ্দিনকে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করেন না। তার সনদ যাচাই করার জন্য মুক্তিযোদ্ধা কাউন্সিলে অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ চার জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
Leave a Reply