হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে নোয়াগড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
আহতদের উপজেলা হাসপাতালে ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নোয়াগড় গ্রামের সাবেক ইউপি মেম্বার শাহাজাহান মিয়া ও আশক্তভর হোসেনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই শনিবার বিকেল ৫টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা সংঘর্ষ চলে।
আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply