আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে অবৈধভাবে নদী থেকে উত্তোলিত বালু পরিবহণের দায়ে বালু উত্তোলনের সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়কে কুমারহাটি নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সহকারী কমিশনার-ভূমি উত্তম কুমার দাস তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন।
খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তবে বালু পরিবহণ কাজে ব্যবহারের প্রায় ১ হাজার ফুট প্লাস্টিকের পাইপসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ ও ধ্বংস করা হয়।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্নস্থানে বালুখেকোরা সক্রিয় হয়ে উঠেছে। রাতে উপজেলার ভাটি এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে এই চক্র। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে বিভিন্ন এলাকায় কয়েকশ পরিবার নদীভাঙ্গনের মুখে পড়েছে।
সহকারী কমিশনার-ভূমি উত্তম কুমার দাস জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান আব্যাহত থাকবে।
Leave a Reply