আজমিরীগঞ্জ প্রতিনিধি : সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম, হবিগঞ্জ জেলার ভিতরে কোন পুলিশ সদস্য চাঁদাবাজি করলে বা ঘুষ চাইলে সরাসরি তাকে ফোন করার পরামর্শ দিয়েছেন।
সোমবার সকালে আজমিরীগঞ্জ থানা পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ পরামর্শ দেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা বিপিএম পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম। পরিচালনা করেন, আজমিরীগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন তরফদার।
অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে পুলিশ দিনরাত কাজ করে। কারণ পুলিশ জনগণের বন্ধু। পুলিশ জনতা মিলেমিশে কাজ করলে সকল প্রকার অপকর্ম ও সমস্যা সমাধান করা সম্ভব হয়।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য নজমুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নূরুল হক ভূঁইয়া, আলী আমজদ তালুকদার, আব্দুল কুদ্দুছ, ফয়েজ আহমদ খেলু, ব্যবসায়ী নিখিল চন্দ্র বনিক ও মঞ্জু কান্তি রায়।
Leave a Reply