আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জের রাহেলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের প্রথম অভিযানে ৩টি গরু উদ্ধার হয়েছে।
গত ১১ মে রাহেলা গ্রামে অধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত সংঘর্ষে কামাল মিয়া নামের একজন প্রাণ হারায়। এছাড়া ব্যাপক লুটপাট হয়।
এর পরিপ্রেক্ষিতে আজমিরীগঞ্জ থানার ওসি নূরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পার্শ্ববর্তী ইটনা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এই গরু ৩টি উদ্ধার করে।
ওসি নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান অবাহত আছে।
Leave a Reply