হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়া ও তার ভাই নূরুল হক ভূঁইয়া মুক্তিযুদ্ধ চলাকালীন রাজাকারদের সহযোগিতা ও আশ্রয় দিয়েছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপজেলার কাকাইলছেও গোপালপুর গ্রামের বাসিন্দা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইলিয়াছ চৌধুরী এ অভিযোগ করেন।
তিনি জানান, ১৯৭১ সালে মিজবাহ উদ্দিন ভূঁইয়া ও তার বড় ভাই কাকাইলছেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল হক ভূঁইয়া তাদের বাড়িতে রাজাকারদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে গরু-ছাগল জবাই করে উল্লাস করে খাওয়ানোর পাশাপাশি এলাকার মানুষদের নির্যাতন করেন।
মিজবাহ উদ্দিন ভূঁইয়া বাদি হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আজমিরীগঞ্জ আদালতে ‘দাসপার্টির খোঁজে’ বইয়ের লেখক হাসান মোরশেদ সহ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
মুক্তিযোদ্ধা ইলিয়াছ চৌধুরী বলেন, ১৯৭০ সালের নির্বাচনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজমিরীগঞ্জে জনসভা যাতে করতে না পারেন সেজন্যে এ দুই ভাই তৎপর ছিলেন।
ইলিয়াছ চৌধুরী আরো বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে কমান্ডার জগৎজ্যোতি দাসের নেতৃত্বে দাস পার্টির বিভিন্ন অভিযানের ইতিহাস সমৃদ্ধ ‘দাসপার্টির খোঁজে’ নামের গবেষণা গ্রন্থে এ উপজেলার কাকাইলছেও-গৌরনগর গ্রামের বাসিন্দা মিছবাহ উদ্দিন ভূঁইয়া ও নূরুল হক ভূঁইয়া স্থানীয় পত্র-পত্রিকায় দাবি করেছেন যে, মুক্তিযুদ্ধের শেষের দিকে তারা লঞ্চে থাকা একদল রাজাকারকে অস্ত্র সহ আটক করেছিলেন; কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, ঐ সময় তারা ভৈরব থেকে বিহারীদের ভাড়া করা লঞ্চের ও বিভিন্ন জায়গা থেকে কয়েক মণ ওজনের স্বর্ণালঙ্কার, অন্যান্য মূল্যবান মালামাল ও বিপুল পরিমাণ টাকা-পয়সা লুট করে বাড়িতে নিয়ে আসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়বুর রহমান খান বাচ্চু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ।
Leave a Reply