আজমিরীগঞ্জ প্রতিনিধি : করোনা সংক্রমণরোধে সর্বাত্মক লকডাউন কার্যকর করতে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন বাজারে অভিযানে চালিয়েছে।
বুধবার সকাল থেকেই আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মতিউর রহমান খান, সহকারী কমিশনার-ভূমি উত্তম কুমার দাশ ও থানার ওসি নূরুল ইসলাম পুলিশের একটি দল নিয়ে উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শনে যান। ফলে ফার্মেসি ও খাবারের দোকান ছাড়া অন্যসব দোকান বন্ধ হয়ে যায়। তবে বিভিন্ন বাজারে বেশ লোক সমাগম ছিল।
এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত থেকে রক্ষা পেতে আজমিরীগঞ্জ চলরী বাজারে এক বয়স্কব্যক্তিকে মাস্কের পরিবর্তে নাকে-মুখে মানিব্যাগ চেপে রাখতে দেখা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply