আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র এই সংঘর্ষ হয়। খর পেয়ে পুলিশ সংঘর্ষস্থলে পৌঁছে ৮০ রাউন্ড সটগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়। গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নোয়াগড় গ্রামের সাবেক মেম্বার শাহজাহান মিয়া ও আক্তার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে মাসখানেক আগেও সংঘর্ষ হয়। তখন পুলিশ সহ উভয় পক্ষে শতাধিক লোক আহত হয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply