হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখায় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার বিকেলে জলসুখা কে জি পি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানবিক জলসুখা নামের সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আইনজীবী মো সজল মিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া। তোফাজ্জুল ইসলাম তুহিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আইয়ের হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। বিশেষ অতিথি ছিলেন, পশ্চিমভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আব্দুল ওয়াদুদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি এস এম সুরুজ আলী, অ্যাডভোকেট মো সজল মিয়া,অ্যাডভোকেট মুন্না তালুকদার, বাউল আব্দুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী এইচ এম জামির।
অতিথিরা বলেন, কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে।
তারা এ কার্যক্রম অব্যাহত রাখার জন্য অ্যাডভোকেট মো সজল মিয়াকে অনুরোধ জানান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, আব্দুস সোবাহান এন্ড সন্স মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক ফয়েজ মিয়া ও শাহানা আক্তার।
Leave a Reply